সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৬শে মে, ২০২৩ ইং | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ভল্টার ক্লাউড হোস্টিং এ ফ্রি $100 ক্রেডিট

মেহেদী আকরাম | December 14, 2022, 9:24 PM

ভল্টার হচ্ছে ডিজিটাল ওশান এর মত ক্লাউড হোস্টিং এখানে সাইনআপ করলে পাবেন ১০০ ডলারের ফ্রি ক্রেডিট যা ক্রেডিট ৬০ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

ওয়েবসাইট হোস্ট: বিভিন্ন CMS প্যাকেজ (যেমন WordPress, Ghost ইত্যাদি) সহ বিভিন্ন ড্রপলেট তৈরি করতে পারবেন এক ক্লিকে এবং একাধিক ওয়েবসাইট চালাতে পারবেন। গুগল বা গিটহাব অ্যাকাউন্ট দিয়ে সহজে এক ক্লিকে অ্যাকাউন্ট খুলতে পারবেন ভল্টারে। আপনার ক্রেডিট ব্যবহার করে ৬০ দিনের জন্য ১০টি অ্যাপ চালাতে পারবেন।

ভল্টার রেগুলার ড্রপলেটস এর মূল্য

অর্থাৎ আপনি মাত্র ২.৫ ডলারে একটি VPS সার্ভার পাচ্ছেন আর সাথে ১০০ ডলারের ফ্রি ক্রেডিট।

মন্তব্য করুন