সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৩রা জুন, ২০২৩ ইং | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

কন্টাবো – একটি পুরস্কার প্রাপ্ত হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান

মেহেদী আকরাম | March 26, 2021, 5:56 AM

জার্মানি ভিত্তিক, কন্টাবো ২০০৩ সালে গঠিত হয়েছে, যা ভিপিএস এবং ডেডিকেটেড সার্ভারের জন্য বিখ্যাত। এই সংস্থার জার্মানিতে ৩টা এবং আমেরিকায় ১ টা ডেটা সেন্টার রয়েছে। জার্মানি কোয়ালিটি বলতে যা বোঝায় তাই এই কোম্পানী দিয়ে থাকে।

কন্টাবো সম্পর্কে প্রথম যে জিনিসটি লক্ষ্য করেছি তা হলো এটি দামের সাথে তুলনামূলকভাবে বেশ ভালো সার্ভার দিয়ে থাকে। এছাড়াও ডোমেইন এবং হোষ্টিং বিক্রি করে থাকে। অর্থাৎ যারা VPS নিতে চান তারা চোখ বন্ধ করে কন্টাবো থেকে নিতে পারেন। 4 vCores, 8 GB RAM & 200 GB SSD এর মূল্য মাত্র ৬.৯৯ ডলার।

অটোমেটেড ডিডোস সুরক্ষা: কন্টাবো সম্পর্কে একটি ভাল বিষয় হলো এটি Distributed Denial-of-Service (DDoS)  সুরক্ষা সরবরাহ করে যা সাইবার আক্রমণ দ্বারা আপনার ওয়েবসাইটটিকে অফলাইনে না নেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে।

বাতিলকরণ এবং রিফান্ডস: কন্টাবো ১৪ দিনের মানি-ব্যাক গ্যারান্টি দিয়ে থাকে।

১টি মন্তব্য

মন্তব্য করুন