সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ১৮ই মার্চ, ২০২৩ ইং | ৩রা চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ক্রিকেটের চলতি স্কোরের জন্য ডেক্সটপ এলার্ট

admin | February 18, 2007, 10:24 AM

আমরা অনেকেই ক্রিকেট খেলা ভালবাসি কিন্তু টিভি নিয়ে বসে থাকা কজনের হয়। তাছাড়া খেলা দেখার জন্য এত সময় খরচ করাও সম্ভব হয় না। মোবাইলের মাধ্যমে আপডেট নিয়েও পোষায় না। কর্মক্ষেত্রে আপনার কম্পিউটারে যদি ইন্টারনেটের সংযোগ থাকে তাহলে আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে চলতি স্কোর জানতে পারবেন। ওয়েব পেজ ওপেন করে খেলার আপডেট স্কোর দেখাও ঝামেলা মনে হতে পারে। ক্রিকইনফো আপনাকে আরো সুবিধা করে দিচ্ছে ‘ক্রিকইনফো ডেক্সটপ এলার্ট’ সফটওয়্যারের সাহায্যে চলতি স্কোর দেখার জন্য। ক্রিকইনফোর www.cricinfo.com ওয়েবসাইট থেকে ‘ক্রিকইনফো ডেক্সটপ এলার্ট’ সফটওয়্যারটি ডাইনলোড করে ইনষ্টল করে সেট করুন। ব্যাস আপনার ডেক্সটপের উপরে একটি টিকার (বারের মত) আসবে। এখানে চলতি খেলার স্কোর দেখতে পারেন। আর এই ওয়েবসাইটেতো ক্রিকেটের যাবতিয় তথ্য ও ছবি আছেই।

মন্তব্য করুন