সহজেই আরবীতে কিছু বাক্য লেখা

যারা আরবীতে টাইপ করতে পারে না তারা চাইলে আরবী ইউনিকোডের Word ligatures এর মাধ্যমে বেশ কিছু বাক্য বা শব্দ সহজেই লিখতে পারেন। এ জন্য ইউনিকোডের সংকেত ওয়ার্ডে লিখে Alt+x চাপলেই হবে।
যেমন, আপনি যদি ﷲ (আল্লাহ) লিখতে চান তাহলে ওয়ার্ডে FDF2 লিখে Alt চেপে ধরে x চাপুন, ব্যাস ﷲ শব্দ লেখা হয়ে যাবে। এভাবে বেশ কিছু শব্দ বা বাক্য লেখা যাবে আরবীতে।

arabic_script_in_unicode_word_ligatures
আরবী ভাষার ইউনিকোড স্ক্রিপ্ট পাবেন https://en.wikipedia.org/wiki/Arabic_script_in_Unicode থেকে। এই পাতার Word ligatures এ শব্দ বা বাক্যগুলো পাবেন।
বিস্তারিত ইউনিকোড ম্যাপ পাবেন নিম্মাক্ত লিংক থেকে।
http://www.unicode.org/charts/PDF/U0750.pdf
http://www.unicode.org/charts/PDF/U08A0.pdf

বাংলা ভাষার ইউনিকোড ম্যাপ পাবেন নিম্মাক্ত লিংক থেকে।
https://en.wikipedia.org/wiki/Bengali_(Unicode_block)
http://www.unicode.org/charts/PDF/U0980.pdf

নোট: এই পদ্ধতিটি মাইক্রোসফট অফিসের ক্ষেত্রে কাজ করবে। যদি কখনো কাজ না করে তাহলে U+ দিয়ে টাইপ করে Alt+x চাপতে হবে। যেমন, আপনি যদি ﷲ (আল্লাহ) লিখতে চান তাহলে ওয়ার্ডে U+FDF2 লিখে Alt চেপে x চাপুন।
অন্য অপারেটিং সিস্টেমে ব্যবহারের নিয়ম পাবেন https://en.wikipedia.org/wiki/Unicode_input থেকে। যেমন আপনি যদি HTML এ ﷽ লিখতে চাই তাহলে (ডেসিমেল কোড ব্যবহার করে) ﷽ লিখলেই হবে।

৪ Comments on "সহজেই আরবীতে কিছু বাক্য লেখা"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস