সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২২শে মার্চ, ২০২৩ ইং | ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সহজেই আরবীতে কিছু বাক্য লেখা

মেহেদী আকরাম | September 19, 2016, 12:38 PM

যারা আরবীতে টাইপ করতে পারে না তারা চাইলে আরবী ইউনিকোডের Word ligatures এর মাধ্যমে বেশ কিছু বাক্য বা শব্দ সহজেই লিখতে পারেন। এ জন্য ইউনিকোডের সংকেত ওয়ার্ডে লিখে Alt+x চাপলেই হবে।
যেমন, আপনি যদি ﷲ (আল্লাহ) লিখতে চান তাহলে ওয়ার্ডে FDF2 লিখে Alt চেপে ধরে x চাপুন, ব্যাস ﷲ শব্দ লেখা হয়ে যাবে। এভাবে বেশ কিছু শব্দ বা বাক্য লেখা যাবে আরবীতে।

arabic_script_in_unicode_word_ligatures
আরবী ভাষার ইউনিকোড স্ক্রিপ্ট পাবেন https://en.wikipedia.org/wiki/Arabic_script_in_Unicode থেকে। এই পাতার Word ligatures এ শব্দ বা বাক্যগুলো পাবেন।
বিস্তারিত ইউনিকোড ম্যাপ পাবেন নিম্মাক্ত লিংক থেকে।
http://www.unicode.org/charts/PDF/U0750.pdf
http://www.unicode.org/charts/PDF/U08A0.pdf

বাংলা ভাষার ইউনিকোড ম্যাপ পাবেন নিম্মাক্ত লিংক থেকে।
https://en.wikipedia.org/wiki/Bengali_(Unicode_block)
http://www.unicode.org/charts/PDF/U0980.pdf

নোট: এই পদ্ধতিটি মাইক্রোসফট অফিসের ক্ষেত্রে কাজ করবে। যদি কখনো কাজ না করে তাহলে U+ দিয়ে টাইপ করে Alt+x চাপতে হবে। যেমন, আপনি যদি ﷲ (আল্লাহ) লিখতে চান তাহলে ওয়ার্ডে U+FDF2 লিখে Alt চেপে x চাপুন।
অন্য অপারেটিং সিস্টেমে ব্যবহারের নিয়ম পাবেন https://en.wikipedia.org/wiki/Unicode_input থেকে। যেমন আপনি যদি HTML এ ﷽ লিখতে চাই তাহলে (ডেসিমেল কোড ব্যবহার করে) ﷽ লিখলেই হবে।

৪টি মন্তব্য

  1. অনেক ভাল লিখেছেন, আশাকরি আপনার পোষ্টি পড়ে সবাই উপকৃত হবে।

  2. ধন্যবাদ। সুন্দর একটা বিষয় শিখলাম। আগে জানতাম হলো Alt চেপে ধরে নিউমারিক বাটন প্রেস করে টাইপ করা যায়। কিন্তু এটা জানা চিল না।

মন্তব্য করুন