সহজেই আরবীতে কিছু বাক্য লেখা
যারা আরবীতে টাইপ করতে পারে না তারা চাইলে আরবী ইউনিকোডের Word ligatures এর মাধ্যমে বেশ কিছু বাক্য বা শব্দ সহজেই লিখতে পারেন। এ জন্য ইউনিকোডের সংকেত ওয়ার্ডে লিখে Alt+x চাপলেই হবে।
যেমন, আপনি যদি ﷲ (আল্লাহ) লিখতে চান তাহলে ওয়ার্ডে FDF2 লিখে Alt চেপে ধরে x চাপুন, ব্যাস ﷲ শব্দ লেখা হয়ে যাবে। এভাবে বেশ কিছু শব্দ বা বাক্য লেখা যাবে আরবীতে।
আরবী ভাষার ইউনিকোড স্ক্রিপ্ট পাবেন https://en.wikipedia.org/wiki/Arabic_script_in_Unicode থেকে। এই পাতার Word ligatures এ শব্দ বা বাক্যগুলো পাবেন।
বিস্তারিত ইউনিকোড ম্যাপ পাবেন নিম্মাক্ত লিংক থেকে।
http://www.unicode.org/charts/PDF/U0750.pdf
http://www.unicode.org/charts/PDF/U08A0.pdf
বাংলা ভাষার ইউনিকোড ম্যাপ পাবেন নিম্মাক্ত লিংক থেকে।
https://en.wikipedia.org/wiki/Bengali_(Unicode_block)
http://www.unicode.org/charts/PDF/U0980.pdf
নোট: এই পদ্ধতিটি মাইক্রোসফট অফিসের ক্ষেত্রে কাজ করবে। যদি কখনো কাজ না করে তাহলে U+ দিয়ে টাইপ করে Alt+x চাপতে হবে। যেমন, আপনি যদি ﷲ (আল্লাহ) লিখতে চান তাহলে ওয়ার্ডে U+FDF2 লিখে Alt চেপে x চাপুন।
অন্য অপারেটিং সিস্টেমে ব্যবহারের নিয়ম পাবেন https://en.wikipedia.org/wiki/Unicode_input থেকে। যেমন আপনি যদি HTML এ ﷽ লিখতে চাই তাহলে (ডেসিমেল কোড ব্যবহার করে) ﷽ লিখলেই হবে।
অনেক ভাল লিখেছেন, আশাকরি আপনার পোষ্টি পড়ে সবাই উপকৃত হবে।
ধন্যবাদ
Thank you for your article ……. key executives.
ধন্যবাদ। সুন্দর একটা বিষয় শিখলাম। আগে জানতাম হলো Alt চেপে ধরে নিউমারিক বাটন প্রেস করে টাইপ করা যায়। কিন্তু এটা জানা চিল না।