বিনামূল্যে ফ্রিল্যান্সিং এর টিউটোরিয়াল দিচ্ছে ‘আর. আর. ফাউন্ডেশন’

দেশের যুব সমাজকে কর্মক্ষম, প্রযুক্তিমুখী এবং ফ্রিল্যান্সে দক্ষ করে মহতী উদ্দোগ নিয়েছে অলাভজনক একটি প্রতিষ্ঠান, যার নাম ‘আর. আর. ফাউন্ডেশন’। এই প্রতিষ্ঠানটির কর্ণধার জনাব রাসেল আহমেদ একজন সফল ফ্রিল্যান্সার। তার নিরালস পরিশ্রমে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি ফ্রিল্যান্সিং, ওয়েব ডিজাইন সহ বিভিন্ন টিউটোরিয়াল অনলাইনে বিনামূল্যে বিতরণ করছে। যে কেউ চাইলে এসকল টিউটোরিয়াল ডাউনলোড করে শিখতে পারবেন। যারা ধীরগতির ইন্টারনেটের জন্য টিউটোরিয়াল ডাউনলোড পারে না তাদের জন্য রয়েছে নাম মাত্র মূল্যে টিউটোরিয়ালের ডিভিডি কুরিয়ারের মাধ্যমে প্রেরণের ব্যবস্থা। এসকল বিষয়ে ‘আর. আর. ফাউন্ডেশন’ ফেসবুকের গ্রুপে প্রশ্ন বা আলোচনার ব্যবস্থাও রয়েছে।

এছাড়াও এই প্রতিষ্ঠানটির সামাজিক সেবামূলক কাজের জন্য একটি ফান্ড গঠন করেছে, কেউ চাইলে ফান্ডে ডোনেশন করতে পারবেন। ‘আর. আর. ফাউন্ডেশন’ এর ফ্রিল্যান্সার টিমের সদস্যদের অর্জিত অর্থের ৫% ফান্ডে জমা রাখবে যার দ্বারা নিম্নোক্ত সেবামূলক কাজগুলো করবে।

১) প্রতি সপ্তাহের দুই দিন নির্দিষ্ট একটি সময়ে শিশুদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া।

২) ছিন্নমূল শিশুদের খুজে বের করে পড়ালেখার দায়িত্ব নিবে। তাদের ভবিষ্যতের জন্য গড়ে তুলবে।

৩) অভাবী মেধাবী যুবক, যাদের কোনভাবেই তথ্য প্রযুক্তির সংস্পর্শে আসার সম্ভাবনা হয় না, তাদের কর্মক্ষম করা।

৪) প্রতি তিন মাস অন্তর অন্তর যে কোন একটি এতিম খানায়, আবাসিক মাদ্রাসায় একমাস ব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প স্থাপন করা।

৫) ইংরেজি প্রশিক্ষণ এবং প্রশিক্ষণের ভিডিও টিউটোরিয়াল সাইট তৈরি করা হবে এবং লাইভ স্ট্রিমিং করা।

‘আর. আর. ফাউন্ডেশন’ এর ওয়েবাসাইটের ঠিকানা : www.rrfoundation.net

‘আর. আর. ফাউন্ডেশন’ এর ফেসবুক গ্রুপ : www.facebook.com/groups/rrfkstbd

৪ Comments on "বিনামূল্যে ফ্রিল্যান্সিং এর টিউটোরিয়াল দিচ্ছে ‘আর. আর. ফাউন্ডেশন’"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস