মধুসূদন দত্ত (সনেট)
তোমারে করিনু স্মরণ এই নিশাতে;
ভাবিনু তোমারই কথা কবিতা করে।
যেমনি ভেবেছো তুমি এ দেশের তরে;
হৃদয়ের উষ্ণ প্রণয় চেয়েছো দিতে।
প্রবাসে থেকে তুমি চেয়েছো কাছে পেতে;
দেশের সংগীত, শোভা গিয়ে বহু দুরে
মসি ঝরেছে তোমা যেমনি অশ্রু ঝরে
কষ্টের আলপনা হয়ে শুভ্র পতাতে।
কেমনে শোধাবো মোরা তোমার এ ঋণ?
তেমার লেখা বঙ্গভাষা ছোট্ট কবিতা,
যে তীব্র স্পন্দ (আজি মোরে) করেছে ক্ষীণ,
ভুলিবোনা তোমারে শোনায় এ বারতা।
আমার ছন্দের মাঝে তোমার সৃজন
ধন্য ধন্য হে শ্রদ্দাধান মধুসূদন।
(০৮ ফাল্গুন ১৪০৭/কালিশংকর পুর)