সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২২শে মার্চ, ২০২৩ ইং | ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

রক্তের ঋণ

admin | February 21, 2008, 8:18 PM

রক্তের ঋণ হয়নিকো শোধ
বরং যাচ্ছে বেড়ে
রফিক, জব্বার, সালাম, বরকত
রয়েছে মোদের অন্তরে।
সারা বিশ্ব আজি জেনেছে মোদের
জানিয়েছে তাদের সাবাস
স্বরণ করছে সকল শহীদদের
মানছে মাতৃভাষা দিবস।
গর্ব মোদের আরো বাড়ালো
একুশে ফেব্রুয়ারী
ভাষার জন্য যারা জীবন বিকালো
যায়নি তারা মরি।
শোকের মাসে পেল এ ধরা
নতুন রাষ্ট ভাষা
ভায়ের বদলে পেলার মোরা
নতুন বাঁচার আশা ॥

৯ ফাগুন, ১৪১৪
২১ ফেব্রুয়ারী ২০০৮

মন্তব্য করুন