সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৩০শে মে, ২০২৩ ইং | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

টেক্সট ঘরনার ফাইল সম্পাদনা করা

মেহেদী আকরাম | April 13, 2011, 11:55 AM

অনেক সময় বিভিন্ন টেক্সট ফাইল সম্পাদনা করার প্রয়োজন হয় যা নোটপ্যাড বা সচারচর ব্যবহৃত টেক্সট এডিটরে সম্পাদনা করা যায় না। প্রায় সকল ধরনের টেক্সট ফাইল সম্পাদন করার দারুন একটি সফটওয়্যার হচ্ছে আল্ট্রাএডিট। সফটওয়্যারটি txt, ini, log, dat, bin, bif, hex, c, cpp, h, hpp, mak, prj, html, htm, php, java, js, xml, css, rb ইত্যাদি ফরম্যাটের টেক্সট ফাইল সম্পাদনা করতে পারে। সফটওয়্যারটি www.ultraedit.com থেকে ডাউনলোড করা যাবে। সফটওয়্যারটির উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সংস্করণের পাশাপাশি ম্যাক এবং লিনাক্স সংস্করণ রয়েছে।

মন্তব্য করুন