‘ফাইল মিনিমাইজার’ দ্বারা ছবি কমপ্রেস করা

ছবি মেইল করতে বা সংরক্ষণ করতে ছবিকে বিভিন্ন আর্কাইভ সফটওয়্যার দ্বারা কমপ্রেস বা সংকুচিত করতে হয়। ছবিগুলো কমপ্রেস করলে ইমেজ ফরম্যাট থেকে আর্কাইভের ফরম্যাটে তৈরী হয়। যদি ছবিগুলোকে ছবির নিজস্ব ফরম্যাটেই রেখে কমপ্রেস করা যেত তাহলে কেমন হতো!
ছবি কমপ্রেস করার এমনই একটি দারুন সফটওয়্যারটি হচ্ছে ‘ফাইল মিনিমাইজার পিকচারস’। এই সফটওয়্যার দ্বারা ছবিগুলোকে ৯৫% পর্যন্ত কমপ্রেস করা যায়। ৫ মেগাবাইটের মত ফ্রিওয়্যার সফটওয়্যারটি www.balesio.com/fileminimizerpictures থেকে ডাউনলোড করা যাবে।
ছবি সংকুচিত করে সফটওয়্যারটি ইনস্টল করে চালু করুন। এবার Opens File বাটনে ক্লিক করে ছবিগুলো আনুন এবং Optimize Files বাটনে ক্লিক করুন। তাহলে ছবিগুলো রাখা আছে সেই ফোল্ডারে ছবিগুলো নতুন নামে কমপ্রেস হয়ে সেভ হবে। এছাড়াও এক বা একাধিক ছবির উপরে মাউসের ডান বাটন ক্লিক করে FILEminimizer 2.x এ ক্লিক করলে ছবিগুলো ফাইলমিনিমাইজারে খুলবে এখানে Optimize Files বাটনে ক্লিক করলেই হবে।

১ Comments on "‘ফাইল মিনিমাইজার’ দ্বারা ছবি কমপ্রেস করা"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস