সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২১শে মার্চ, ২০২৩ ইং | ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

VOB ফরম্যাটের ভিডিওকে কনভার্ট করা

মেহেদী আকরাম | August 28, 2009, 8:35 PM

ডিভিডি এর ভিডিওকে ভিসিডিতে রাইট করার প্রয়োজন হলে স্বাভাবিকভাবে রাইট করা যায় না কারণ ভিসিডি এবং ডিভিডির ভিডিও ফরম্যাট আলাদা। সিডিতে রাইট করার জন্য ভিডিও অবজেক্ট বা VOB ফরম্যাটের ভিডিওকে avi, mpeg ফরম্যাটে কনভার্ট করে নিতে হয়। এছাড়াও মোবাইলসহ অনান্য ডিভাইসে চলানোর জন্য এসব ভিডিওকে অন্য ফরম্যাটে কনভার্ট করার প্রয়োজন হয়। ‘কনভার্ট ডিওবি টু এভিআই’ সফটওয়্যার দ্বারা VOB ভিডিওকে মূল অনুপাতসহ ১৬:৯, ৪:৩ বা ১৬:১০ অনুপাতে avi, mpeg4, mov, mp4, mp3, wmv, flv বা 3gp ফরম্যাটে কনভার্ট করা যাবে। সফটওয়্যারটি ফ্রিওয়্যার হওয়াতে কোন সীমাবদ্ধতা ছাড়ায় ভিডিও কনভার্ট করা যায়। মাত্র ২.৬৯ মেগাবাইটের এই সফটওয়্যারটি www.convertvobtoavi.com থেকে ডাউনলোড করা যাবে।

মন্তব্য করুন