সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৪ঠা জুন, ২০২৩ ইং | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

জার্মানীতে নোকিয়া কার্যক্রম বন্ধ হচ্ছে

admin | January 16, 2008, 7:37 PM

বিশ্বের অন্যতম বড় সেলফোন নির্মানকারী প্রতিষ্ঠান নোকিয়া তাদের জার্মান সেল নির্মানকারী কারখানা বন্ধ করার চিন্তা ভাবনা করছে। এবছরের মাঝামাঝিতে এই ঘোষণা কার্যকর হবে। ফলে এখানে কর্মরত ২৩০০ কর্মীর চাকরী হারাবার শঙ্কা দেখা দিয়েছে। নকিয়ার কর্তৃপক্ষ তাদের সামপ্রতিক শেয়ারের মূল্য পতন এবং ব্যবসায়ে মন্দাভাবকে কারণ হিসাবে উল্লেখ করেছে। এছাড়াও গত বছরের মার্চে রোমানিয়াতে নতুন মোবাইল ফোন কারখানা স্থাপনের ঘোষণা দেয় যা এবছরে চালু হতে পারে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৮.৯ কোটি ডলারের। মূলত সস্তা শ্রমের দেশে (হাঙ্গিরী, রোমানিয়া, চীন, ভারত, সোলা, ফিনল্যান্ড) নকিয়া তাদের উৎপাদন করে থাকে। উল্লেখ্য এক বছরে আগে জার্মানীতে বেনকিউ আদালত কর্তৃক দেওলিয়া ঘোষণার ফলে প্রায় ৩০০০ কর্মী চাকরী হারায়।

মন্তব্য করুন