সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৬শে মে, ২০২৩ ইং | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সুপার সাইটসের থীম নিয়ে এলো রয়েল টেকনোলজিস

মেহেদী আকরাম | January 9, 2023, 4:22 PM

যারা ডোমেইন-হোষ্টিং রিসেলারের ব্যাবসা করে তারা অনেকেই রিসেলার ক্লাব বা লজিকবক্স এর প্যানেল ব্যবহার করেন। অর্থাৎ supersite2 এর থীম। এখানে থাকা ডিফল্ট থীমটা মোবাইল রিসপনসিভ না, এখানে একটি রিসপনসিভ থীম আছে যা পুরোপুরি রিসপনসিভ না।


রয়েল টেকনোলজিস supersite2 এর একটি রিসপনসিভ থীম রিলিজ করেছে। RoyalBlue নামের এই থীম https://www.royaltechbd.com/product/royal-blue-supersite2-theme থেকে কেনা যাবে। থীমটির ডেমো দেখতে https://royalblue.supersite2.myorderbox.com ভিজিট করুন।

এছাড়াও থীমটিতে মেগা মেনু ব্যাবহার করা হয়েছে যা সাইটটিকে আগে দৃষ্টি নন্দন করে তুলবে। থীমটিতে চাইলে অন্য রঙ ব্যবহার করা যাবে।

যোগাযোগ

মন্তব্য করুন