অপলের নতুন নোটবুক ম্যাকবুক এয়ার

macbook-air.jpgবিশ্বের সবচেয়ে পাতলা নোটবুক এখন অপলের ম্যাক এয়ার। ১৫ জানুয়ারী অপলের সিইও স্টিভ জবস এই নোটবুক উম্মোচন করে। এটি মাত্র ০.১৬-০.৭৬ ইঞ্চি পাতলা, আয়তন ১২.৮x৮.৯৫ ইঞ্চি এবং ওজন প্রায় ৩ পাউন্ড। এতে থাকছে মাত্র ৪ টি ইউএসবি পোর্ট, মাক্রা-ডিভিআই, হোডফোন জ্যাক এবং ম্যাগসেফ ৪৫ওয়াড পাওয়ার এডাপটার প্লাগ, ৫ ঘন্টার চলতে সক্ষম ব্যাটারী, মাল্টিটাচ টার্কপ্যাড, ১৩.১ ইঞ্চি ওয়াইস্ক্রিন এলসিডি, এলইডি ব্যাকলিট ডিসপ্লে, ভিডিও কনফারেন্সের জন্য বিল্টইন আইসাইট, ফুল সাইজ কীবোর্ড, ইন্টেলের ১.৬ গিগাহার্জের কোর টু ডুও প্রসেসর, ২ গিগাবাইট ডিডিআর২ এসডি র‌্যাম, ৮০ গিগাবাইট (আইপডের মত ১.৮ ইঞ্চি) হার্ডডিক্স, ৬৪ গিগাবাইট এসএসডি অপশন, ৮০২.১১ স্ট্যান্ডার্ড ওয়াই-ফাই, ২.১+ইডিআর ব্লু-টুথ ইত্যাদি। নতুন আল্টা স্লিম এই নোটবুকের মূল্য ধরা হয়েছে ১৭৯৯ ডলার। এবিষয়ে বিস্তারিত জানা যাবে www.macworld.com ওয়েব সাইটে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস