সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৩০শে মার্চ, ২০২৩ ইং | ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

এন্টি ভাইরাসের আপডেট (ভাইরাস ডেফিনেশন) ডাউনলোড করা

মেহেদী আকরাম | November 9, 2010, 12:24 AM

কম্পিউটারে ইন্টারনেটের সংযোগ থাকলে ইনস্টল করা এন্টিভাইরাস সয়ংক্রিয়ভাবে আপডেট (হালনাগাত) হয়ে থাকে। কিন্তু ইন্টারনেট সংযোগ না থাকলে এন্টি ভাইরাস আপডেট করা নিয়ে অনেকেই ঝামেলাই পরেন। কোন ওয়েব সাইট থেকে কিভাবে আপডেট ফাইল (ভাইরাস ডেফিনেশন) ডাউনলোড করবেন তা অনেকেই বুঝে উঠতে পারেন না। তবে স্ক্যান উইথ ডট কমে এ্যাড-ওয়্যার, এভিজি, এফ-সিকিউর, ক্যাসপারস্কি, ম্যাকাফি, নরটন, ট্রেন্ড মাক্রো এবং ট্রজন রিমুভার এন্টি ভাইরাসের চলতি আপডেট পাওয়া যাবে। ডাউনলোড লিংক হচ্ছে www.scanwith.com। লিংকগুলোর পাশে ফাইলের সাইজ, আপডেটের তারিখ ইত্যাদি দেওয়া থাকে।

৫টি মন্তব্য

  1. মেহেদী ভাই, internet security এর definition কই পাব। তবে anti-virus এর definition এর লিংক দেয়ার জন্য ধন্যবাদ।

  2. আমি ক্যস্পারস্কাই আপডেট ডাউনলুড করেছি। কিন্তু এই জিপ ফাইলে সহস্র ফাইল রয়েছে কিন্তু কিভাবে আপডেট হবে/ করব তা কিছুতেই বুঝতে পারছি না। দয়া করে জানালে বাধিত হব।

মন্তব্য করুন