ডিক্স রাইট প্রটেক্টেড হলে করনিয়
ভাইরাস বা অন্য কোন কারনে অনেক সময় পেনড্রাইভ/ফ্লাশ ডিক্স রাইট প্রটেক্টেড হয়ে যায়। ফরম্যেট করলেই হয় না, এরর দেখায়। তখন চাইলে কমান্ড প্রোমম্টের মাধ্যমে পেনড্রাইভ/ফ্লাশ ডিক্স রাইট প্রটেক্টেড/রিডঅনলি রিমুভ করা যায়।
এজন্য পেনড্রাইভ/ফ্লাশ ডিক্সটি কম্পিউটারে কানেক্ট করে কমান্ড প্রোমম্ট এ্যাডমিনিষ্ট্রেটর হিসাবে চালু করতে হবে।
এবার diskpart লিখে এন্টার করুন।
এরপরে list disk লিখে এন্টার করুন তাহলে যতগুলো ডিক্স আছে সবগুলোর লিষ্ট দেখাবে। হার্ডডিক্স আর পেনড্রাইভ/ফ্লাশ ডিক্সটি থাকলে হার্ডডিক্সটি disk 0 এবং পেনড্রাইভ/ফ্লাশ ডিক্সটি disk 1 হিসাবে দেখাবে।
এবার select disk 1 লিখে এন্টার দিলে পেনড্রাইভ/ফ্লাশ ডিক্সটি সিলেক্ট হবে।
এখন attributes disk clear readonly লিখে এন্টার দিলে পেনড্রাইভ/ফ্লাশ ডিক্সটি রিডঅনলি/রাইট প্রটেক্টেড ক্লিয়ার হয়ে যাবে।
কমান্ড বিশ্লেষণ হচ্ছে:
diskpart = diskpart কমান্ডে প্রবেশ করা।
list disk = সিস্টেমে থাকে সকল ডিক্সের লিষ্ট দেখা।
select disk 1 = ডিক্স ১ নির্বাচন করা।
attributes disk clear readonly = ডিক্স ১ এর রিডঅনলি/রাইট প্রটেক্টেড ক্লিয়ার করা।
আর যদি আপনি কোন পেনড্রাইভ/ফ্লাশ ডিক্স/পোর্টেবল হার্ডডিক্সকে রিডঅনলি/রাইট প্রটেক্টেড করতে চান তাহলে attributes disk set readonly কমান্ডটি লিখে এন্টার করলেই উক্ত ডিক্সটি রিডঅনলি/রাইট প্রটেক্টেড হয়ে যাবে।
এছাড়াও attributes disk এন্টার দিলে সিলেক্ট করা ডিক্সটির এট্রিবিউটসগুলো দেখা যাবে।
That’s right
Nice Post. Thanks For Share
Nice Post
Nice Post. tHANKS FOR SHARE
it was very helpful. thank u
Nice Post. Many Many Thanks For share.
Thanks for nice post.
Very interesting. Thanks for shareing.