এন্টি ভাইরাসের আপডেট (ভাইরাস ডেফিনেশন) ডাউনলোড করা

কম্পিউটারে ইন্টারনেটের সংযোগ থাকলে ইনস্টল করা এন্টিভাইরাস সয়ংক্রিয়ভাবে আপডেট (হালনাগাত) হয়ে থাকে। কিন্তু ইন্টারনেট সংযোগ না থাকলে এন্টি ভাইরাস আপডেট করা নিয়ে অনেকেই ঝামেলাই পরেন। কোন ওয়েব সাইট থেকে কিভাবে আপডেট ফাইল (ভাইরাস ডেফিনেশন) ডাউনলোড করবেন তা অনেকেই বুঝে উঠতে পারেন না। তবে স্ক্যান উইথ ডট কমে এ্যাড-ওয়্যার, এভিজি, এফ-সিকিউর, ক্যাসপারস্কি, ম্যাকাফি, নরটন, ট্রেন্ড মাক্রো এবং ট্রজন রিমুভার এন্টি ভাইরাসের চলতি আপডেট পাওয়া যাবে। ডাউনলোড লিংক হচ্ছে www.scanwith.com। লিংকগুলোর পাশে ফাইলের সাইজ, আপডেটের তারিখ ইত্যাদি দেওয়া থাকে।

৫ Comments on "এন্টি ভাইরাসের আপডেট (ভাইরাস ডেফিনেশন) ডাউনলোড করা"

  1. আমি ক্যস্পারস্কাই আপডেট ডাউনলুড করেছি। কিন্তু এই জিপ ফাইলে সহস্র ফাইল রয়েছে কিন্তু কিভাবে আপডেট হবে/ করব তা কিছুতেই বুঝতে পারছি না। দয়া করে জানালে বাধিত হব।

Leave a Reply to jiaulhuqCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস