সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২২শে মার্চ, ২০২৩ ইং | ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

অবমুক্ত হলো অভ্র’র নতুন সংস্করণ

মেহেদী আকরাম | October 4, 2010, 6:06 PM

ইউনিকোডে বাংলা লেখার জনপ্রিয় কীবোর্ড (সফটওয়্যার) হচ্ছে অভ্র। ফ্রি এই সফটওয়্যার অনেক ঝুট ঝামেলা পেড়িয়ে ২১ আগষ্ট ২০১০ এ ৪.৫৩ সংস্করণ অবমুক্ত হয়। এর পরে সমপ্রতি ৩০ সেপ্টেম্বর ২০১০ অভ্র ৫.০.৫ পাবলিক বিটা ১ অবমুক্ত করে এবং এর কয়েক দিন পরেই ২ অক্টোবর ২০১০ এ ৫.০.৬ পাবলিক বিটা ২ অবমুক্ত করা হলো। বর্তমানে সফটওয়্যারটির সোর্স কোড উম্মুক্ত করা হয়েছে। এছাড়াও ৫এক্স সিরিজে গ্রাফিক্সসহ বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। যুক্ত হয়েছে বানান পরীক্ষার ব্যবস্থা। সফটওয়্যারটি উইন্ডোজ ২০০০, এক্সপি, ভিসতা, ৭ এ চলবে। সোর্স কোড এবং সফটওয়্যারটি www.omicronlab.com থেকে ডাউনলোড করা যাবে।

মন্তব্য করুন