সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৩রা জুন, ২০২৩ ইং | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

স্লিম পিডিএফ রিডার

মেহেদী আকরাম | August 6, 2010, 2:21 PM

পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট বা পিডিএফ বেশ জনপ্রিয় ফাইল ফরম্যাট। যেকোন ধরনের ডকুমেন্টকে পিডিএফ এ রূপান্তর করা যায়। পিডিএফ ফাইল দেখার জন্য দরকার পিডিএফ রিডার। এডোবির পাশাপাশি বিভিন্ন পিডিএফ রিডার বিনামূল্যে পাওয়া যায়। এর মধ্যে স্লিম পিডিএফ রিডারের সাইজ মাত্র ১.৪৩ মেগাবাইট। ফ্রি এই সফটওয়্যারটি www.investintech.com/resources/freetools/slimpdfreader থেকে ডাউনলোড করা যাবে। সফটওয়্যারটি ইনস্টল করার পরে প্রোগ্রামস ফোল্ডার থেকে ইনস্টল কর ফোল্ডারটি কপি করে বহনযোগ্য হিসাবেও ব্যবহার করা যাবে।

মন্তব্য করুন