সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২০শে মার্চ, ২০২৩ ইং | ৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ফয়ারফক্স এবং ক্রোমের জন্য ক্রিকইনফোর প্লাগইন্স

মেহেদী আকরাম | July 24, 2010, 5:22 PM

অনলাইনে ক্রিকেটের চলতি স্কোর, পরিসংখ্যান, ছবি, পুরাতন স্কোর ইত্যাদি দেখার সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে ইএসপিএন এর ক্রিকইনফো ডট কম। সমপ্রতি ক্রিকইনফো অফিসিয়ালি মজিলা ফায়ারফক্সের জন এ্যাড-অন্স এবং গুগল ক্রোমের জন্য এক্সটেনশন অবমুক্ত করেছে। ফলে ক্রিকইনফোর ওয়েবসাইটে না ঢুকেই স্ট্যাটাসবারে ক্রিকেটের চলতি স্কোর দেখা যাবে। সেই সাথে নতুন কোন সংবাদ পোস্ট হলে তার নোটিফিকেশন দিবে। ক্রিকইনফোর ওয়েবসাইট www.cricinfo.com থেকে এক্সটেনশন এবং এ্যাড-অন্স Chrome extension এবং Firefox add-ons নামে পাওয়া যাবে।

মন্তব্য করুন