সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৭শে মার্চ, ২০২৩ ইং | ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ওয়েবক্যাম না থাকলেও ওয়েবক্যামের সুবিধা পাওয়া

মেহেদী আকরাম | July 11, 2010, 10:12 PM

অনলাইনে চ্যাটিং এর মধ্যে ভিডিও চ্যাটিং বেশ জনপ্রিয়। দুরের প্রিয়জনকে সরাসরি দেখার আনন্দই আলাদা। কিন্তু কারো যদি ওয়েবক্যাম না থাকে তাহলে সে নিজেকে দেখানো যায় না। তবে কম্পিউটারে থাকা ভিডিও বা ছবিকে ভার্চুয়াল ক্যামের মাধ্যমে প্রিয়জনের সাথে শেয়ার করা যায়। এরকমই একটি সফটওয়্যার হচ্ছে মেনিক্যাম। ফ্রি এই সফটওয়্যার দ্বারা কম্পিউটারে থাকা ছবি, ভিডিও, গানের প্লেলিষ্ট, ডেক্সটপ ইত্যাদি (এমনকি যুক্ত থাকা ওয়েবক্যাম) শেয়ার করা যায় ওয়েবক্যাম হিসাবে। এছাড়াও এসব শেয়ারকৃত ছবি বা ভিডিও উপরে লেখা বা ইফেক্টস দেওয়া যায়। সফটওয়্যারটি www.manycam.com বা এখান থেকে ডাউনলোড করা যাবে।

মন্তব্য করুন