সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৩শে মার্চ, ২০২৩ ইং | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ব্লগারে যুক্ত হলো ব্লগ স্ট্যাটস

মেহেদী আকরাম | July 2, 2010, 2:15 PM

জনপ্রিয় ব্লগিং সাইট ওয়ার্ডপ্রেসে শুরু থেকেই ওয়েব এ্যানালিটিকস হিসাবে ব্লগ স্ট্যাটস রয়েছে। এবার ওয়ার্ডপ্রেসের থেকে আরো কিছু বাড়তি সুবিধা নিয়ে গুগলের ব্লগার লাইভ টাইম ওয়েব এ্যানালিটিকস হিসাবে ব্লগ স্ট্যাটস যুক্ত করলো। এতে Overview এর পাশাপাশি Posts, Traffic Sources, Audience হিসাবে তথ্য পাওয়া যাবে। স্ট্যাটস সুবিধা বর্তমানে পাওয়া যাবে ব্লগারের ড্রাফ্‌ট সাইট http://draft.blogger.com থেকে। শিগগিরই মূল সাইট www.blogger.com এ স্ট্যাটস যুক্ত করা হবে। আর ব্লগার ড্যাশবোর্ডে Make Blogger in Draft my default dashboard চেক বক্স চেক করে রাখলে www.blogger.com এ লগইন করলে সরাসরি http://draft.blogger.com এ রিডাইরেক্ট হবে। তবে ব্যাক্তিগত ব্লগের ক্ষেত্রে ব্লগ স্ট্যাটস এর সুবিধা নেই।

১টি মন্তব্য

মন্তব্য করুন