গুগল ডকুমেন্ট থেকে ব্লগে পোষ্ট করা

গুগল ডকুমেন্ট সম্পর্কে আমরা কম বেশী একটু অবগত আছি। গুগল তাদের সেবার পরিধী দিনে দিনে বৃদ্ধি করে চলেছে। গুগল ডকুমেন্টের একটি সুবিধা হচ্ছে এখান থেকে সরাসরি ব্লগে লেখা পোষ্ট করা যাবে। এজন্য http://docs.google.com সাইটে ঢুকে লগইন করুন। এবার মেনুতে (বাটনে) ক্লিক করে Documents (SpreadSheet/Presentation) এ ক্লিক করলে নতুন ডকুমেন্ট আসবে। এবার নতুন ডকুমেন্টে আপনার তথ্য লিখুন বা অন্য কোথাও থেকে এনে পেষ্ট করুন এবং সেভ বাটনে ক্লিক করে সেভ করে রাখুন। এখন লেখাটি পোষ্ট করার জন্য ডানে Publish বাটনে ক্লিক করুন। এবার blog site settings লিংকে ক্লিক করে আপনার ব্লগের (www.blogger.com, www.blogharbor.com, www.blogware.com, www.livejournal.com, www.squarespace.com, www.wordpress.com) পাসওয়ার্ড সহ তথ্য দিয়ে ওকে করুন এবং Post to blog বাটনে ক্লিক করুন। তাহলে আপনার এই ডকুমেন্ট ব্লগে পোষ্ট হবে। আপনি চাইলে আপনার ওয়েব সাইটেও এটি পোষ্ট করতে পারেন। এছাড়াও আপনি যদি publish document বাটনে ক্লিক করেন তাহলে একটি ওয়েব লিংক পাবেন যা আপনি যেকোন সাইটে ব্যবহার করতে পারেন।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস