সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ১৯শে মার্চ, ২০২৩ ইং | ৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

গুগল ক্রোমের জন্য ফিফার এক্সটেনশন

মেহেদী আকরাম | June 18, 2010, 11:00 PM

ওয়েবসাইট ব্রাউজ না করে ব্রাউজার থেকে ফিফা বিশ্বকাপ ফুটবল খেলার চলতি স্কোর, ফলাফল, পয়েন্ট টেবিল, সময় সূচী ইত্যাদি দেখা যাবে গুগল ক্রোম ওয়েব ব্রাউজারে। এজন্য ফিফা ডট কম ক্রোম এক্সটেনশন অবমুক্ত করা হয়েছে। এই এক্সটেনশনটি https://chrome.google.com/extensions/detail/naenffbbmemiekgcjgelmggkaohdeaab থেকে ইনস্টল করে নিন। এবার এড্রেসবারের ডানে বিশ্বকাপ ফুটবল ২০১০ এর লগোর উপরে ক্লিক করলে বিভিন্ন তথ্য আসবে। সরাসরি খেলার স্কোরও দেখা যাবে লাইভ ট্যাবে। আর সেটিংস ট্যাব থেকে পছন্দের দলকে আলাদা করা যাবে।

মন্তব্য করুন