সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২রা জুন, ২০২৩ ইং | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ফায়ারফক্স থাকবে সবার উপরে

মেহেদী আকরাম | May 27, 2010, 12:58 AM

বেশ কিছু প্রোগ্রামে ‘Always on Top’ সুবিধা আছে ফলে উক্ত প্রোগ্রামটিকে অনান্য চলতি প্রোগ্রামের উপরে রাখা যায়। এছাড়াও ডেক্সপিনস দ্বারাও এই সুবিধাটি পাওয়া যায়। জনপ্রিয় ওয়েব ব্রাউজার মজিলা ফায়াফক্সে একটি এ্যাড-অন্স ইনস্টল করে এই সুবিধাটি পাওয়া যায়। এ্যাড-অন্সটি https://addons.mozilla.org/en-US/firefox/addon/142877/ থেকে ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করে নিন। এবার দেখুন নেভিগেশন টুলবারের সর্বডানে একটি কালো রঙের পিন এসেছে। এই পিনে ক্লিক করলে পিনটি নীল হবে এবং ফায়ারফক্সটি সবার উপরে অবস্থান করবে। পিনে আবার ক্লিক করলে স্বাভাবিক হবে।

মন্তব্য করুন