ফায়ারফক্সে সহজেই চালু করুন গুগলের সেবাগুলো

দিনে দিনে গুগল তাদের সেবার পরিসর বাড়িয়ে চলেছে। গুগলের এসব সেবাগুলোর মধ্যে দরকারীটা যদি এক ক্লিকে চালু করা যেত তাহলে বেশ সুবিধায় হতো। ফায়ারফক্সে একটি এ্যাড-অন্স দ্বারা সহজেই গুগলের সকল সার্ভিস চালু করা যায়। এজন্য জিবাটস্‌ নামের এ্যাড-অন্সটি https://addons.mozilla.org/en-US/firefox/addon/3576 থেকে ইনস্টল করে নিন। এবার ফায়ারফক্স রিস্টার্ট করার পরে View মেনু থেকে Tool bars>Customize এ যান এবং GButts ড্রাগ করে এনে যেকোন টুলবারে বা মেনুবারে রাখুন। এবার গুগলের যে যে সেবা দেখতে চান তা সেটিং থেকে চেক করে আসুন।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস