ডকুমেন্ট ভাষান্তর করা

ইন্টারনেটর ব্যবহারকারীদের প্রায় সকলেই গুগল ট্রান্সেলেটরের সাথে পরিচিত। এক ভাষার লেখা অন্য ভাষাতে রূপান্তরে গুগল ট্রান্সেলেটর সবচেয়ে বেশী ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও গুগল ট্রান্সেলেটর ব্যবহার করে সম্পূর্ণ ওয়েবসাইটেই অন্য ভাষাতে রূপান্তর করা যায়। ৫০টিও বেশী ভাষা একটি থেকে অন্যটিতে রূপান্তর করা গেলেও এর মধ্যে বাংলা ভাষা নেই। গুগল ট্রান্সেলেটরের এপিআই ব্যবহার করে ডক ট্রান্সেলেটরের সরাসরি অফিসের ফাইল (.doc, docx, xml, xls, xlsx, pptx, txt ইত্যাদি) কোন রকম ফরম্যাট পরিবর্ত করা ছাড়ায় ভাষান্তর করে দেয়। সাইটির ঠিকানা হচ্ছে www.onlinedoctranslator.com। রেজিস্ট্রেশনে বা সফটওয়্যারের ঝামেলা না থাকায় সহজেই ডকুমেন্টকে ভাষান্তর করা যায়।

১ Comments on "ডকুমেন্ট ভাষান্তর করা"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস