ওপেন অফিস আসছে অনলাইনে
উম্মুক্ত সফটওয়্যার ওপেন অফিস এবার আসছে অনলাইনে। সফটওয়্যার এজ এ সার্ভিস (SAAS) নিয়ে অনলাইন ডেক্সটপ সেবা দেবে আলটিও (www.ulteo.com সাইটে পাওয়া যাবে) নামে নতুন একটি ফ্রেন্স কোম্পানী যারা ওপেন অফিস ২.৩ (www.openoffice.org) এর যৌথভাবে কাজ করছে। ফলে ইন্টারনেটের সংযোগ থাকলে কোন ঝামেলা ছাড়ায় যেকেউ অনলাইনে অফিস এপলিকেশনের কাজ করতে পারবে। এ ব্যাপারে আলটিও ফাউন্ডার গিয়েল ডুভাল বলেছেন আমরা গুগল এবং জুয়ো এপলিকেশনের সাথে প্রতিযোগীতা করছি না, আমাদের লক্ষ্য সফটওয়্যার এজ এ সার্ভিস। এছাড়াও সান মাইক্রোসিস্টেমস ওপেন অফিসকে সাহায্যের ঘোষণা দিয়েছে।