সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ১৮ই মার্চ, ২০২৩ ইং | ৪ঠা চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

তথ্য প্রযুক্তি বিষয়ক ব্লগসাইট আইটিবার্তা

মেহেদী আকরাম | March 2, 2010, 7:56 PM

ইন্টারনেটে বাংলা ব্যবহার এবং বাংলা ওয়েবসাইটের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। বাংলাতে তথ্য প্রযুক্তি বিষয়ক সাইটও কম নয়। তারই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির বিষয়ক আরো একটি বাংলা ব্লগ সাইট চালু হলো। আইটিবার্তা (www.itbarta.com) নামের এই সাইটি তথ্য প্রযুক্তির উম্মুক্ত প্লাটফর্ম। সাইটটিতে যে কেউ রেজিস্ট্রেশন করে তথ্যপ্রযুক্তি বিয়য়ের উপরে লিখতে পারবে। তবে সম্পাদকদের নিয়মিত তত্বাবধানে থাকবে সকল পোস্ট এবং পাঠক মন্তব্য।

১টি মন্তব্য

মন্তব্য করুন