সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৩রা জুন, ২০২৩ ইং | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সহজেই swf ফাইল সেভ করা

মেহেদী আকরাম | January 16, 2010, 1:29 PM

ওয়েব সাইট থেকে শকওয়েব ফ্লাশ (swf) ফাইল ডাউনলোড করা বেশ ঝামেলার। তবে একটি প্লাগইন দ্বারা খুব সহজেই ফায়ারফক্স বা ইন্টারনেট এক্সপ্লোরার থেকে শকওয়েব ফ্লাশ (swf) ফাইল ডাউনলোড করা যায়।
ফায়ারফক্সের এ্যড-অন্সটি www.sothink.com/product/swfcatcher/firefox/ থেকে ইনস্টল করে রিস্টার্ট করে নিন। এবার যে সাইটের শকওয়েব ফ্লাশ (swf) ফাইল ফাইল ডাউনলোড করতে চান সেই সাইটে প্রবেশ করে টুলস মেনু থেকে Sothink SWF Catcher ক্লিক করুন বা Alt+C চাপুন। তাহলে বাম পাশে Sothink SWF Catcher প্যানেল আসবে এবং সাইটে থাকা শকওয়েব ফ্লাশ (swf) ফাইলগুলো দেখা যাবে। এবার দরকারী swf ফাইলের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে সেভ করুন।
ইন্টারনেট এক্সপ্লোরারের প্লাগইনটি www.sothink.com/product/swfcatcher/ie/ থেকে ডাউনলোড করে ইনস্টল করে ইন্টারনেট এক্সপ্লোরার চালু করুন। এবার টুলস মেনু থেকে Sothink SWF Catcher ক্লিক করুন বা টুলবারের আইকনে ক্লিক করুন। এখানে দরকারী swf ফাইলগুলো নির্বাচন করে সেভ করুন।

মন্তব্য করুন