সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৯ই জুন, ২০২৩ ইং | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ফ্রি SMS পাঠাতে পারবেন freesms.cloudapp.net থেকেও

মেহেদী আকরাম | December 9, 2009, 12:18 PM

ইন্টারনেট থেকে মোবাইলে বিনামুল্যে এসএমএস পাঠানো যায় এমন অনেক সাইট আছে। রেজিস্ট্রেশনের ঝামেলা ছাড়াই সহজেই এসএমএস করা যায় এমনই একটি ওয়েবসাইটির ঠিকানা হচ্ছে http://freesms.cloudapp.net। এই সাইট থেকে এসএমএস পাঠাতে হলে ৪ অক্ষরের ক্যাপচা লিখতে হয়। সাইটটিতে গিয়ে Moblie Number: এ দেশের কোডসহ মোবাইল নম্বর (যেমন, ৮৮০১৭১৩******) লিখে Message: এ সর্বোচ্চ ১৬০ অক্ষরের ইংরেজীতে ম্যাসেজ লিখুন এবং Verify: এ ডানে থাকা অক্ষর (ক্যাপচা) লিখে করে Send বাটনে ক্লিক করলেই হবে। এসএমএস প্রাপক তাৎক্ষনাত এসএমএস পাবেন তবে প্রেরক হিসাবে +৪৪৭৭৯৭৮০৬০২১ নম্বর প্রদর্শিত হবে। এই সাইটটিও অনান্য সাইটের মত সকল মোবাইল অপারেটর সমর্থন করে না, বাংলাদেশে গ্রামীণফোন, ওয়ারিদ এবং একটেল সমর্র্থন করে। এসএমএস প্রতিবার সফলভাবে পাঠানো যায় না তবে সফল পাঠানো হয়েছে কি না তার স্ট্যাটাস প্রদর্শন করে।

৭টি মন্তব্য

  1. মেহেদী ভাই আপনার দেয়া সাইটি আসলেই কাজের। আমার কাজ হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ এই রকম সাইটের সন্ধান দেয়ার জন্য। আপনার ফ্রি এস,এম,এস অতি প্রয়োজন ছিল। তাই সাইট দিয়ে আমার অনেক উপকার হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ।

    লিটু আনাম।

  2. মেহেদী ভাই,
    ইন্টারনেট থেকে মোবাইলে বিনামুল্যে এসএমএস পাঠানো যায় এ জন্য আপনাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ । মেহেদী ভাই এটা কত দিন থাকবে ?

মন্তব্য করুন