পিএইচপি শিখতে আগ্রহীদের জন্য সুখবর হচ্ছে এখন বাংলাতেই পিএইচপির টিউটোরিয়াল পাওয়া যাবে। বাজারে পিএইচপি এর উপরে বাংলা কোন বই নেই বললেই চলে। ইংরেজী বই বা ইবুক থেকেও অনেকে ভালো শিখতে পারে না। এসব কথা মাথায় রেখে বাংলাদেশের পিএইচপির অন্যতম নক্ষত্র হাসিন হায়দার সমপ্রতি বাংলাতে পিএইচপি শেখাবার উদ্দেশ্যে নতুন একটি ওয়েব সাইট খুলেছে। এই ওয়েব সাইটে তিনি নিজে সহ আরো কয়েকজন পিএইচপি গুরু ধারাবাহিকভাবে টিউটোরিয়াল লিখছেন। একেবারে প্রাথমিক ধাপ থেকেই পিএইচপি এর এই টিউটোরিয়াল শুরু হয়েছে। পিএইচপি বা লিখিত টিউটোরিয়াল সম্পর্কে যেকেউ মন্তব্য করতে পারবেন বা কোন জিজ্ঞাসা থাকলে ব্যবহারকারীরা লেখককে তা জানাতে পারবেন এবং সাহায্য নিতে পারবেন। এছাড়াও সাইটটিতে পিএইচপি সংক্রান্ত বিভিন্ন হালনাগাদ সংবাদতো থাকছেই। সাইটির ঠিকানা www.phpbook.ofhas.in।
ধন্যবাদ মেহেদী ভাই, ভাল একটা সাইটের সন্ধান দেয়ার জন্য।
অনেক অনেক ধন্যবাদ, চেষ্টা করে দেখি ।
Its very nice website…;o)
সুন্দর
খুব ভাল হয়েছে ভাইয়া ! আমি চেক করেছি ! আশা করি অনেক উপকৃত হব !
বস আমার ড্রিম ওয়ভোর, এইচ টি এম এল টিওটিরিয়াল প্রয়োজন থাকলে দয়াকরে আমাকে দিবনে