সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ১৫ই মার্চ, ২০২৩ ইং | ৩০শে ফাল্গুন, ১৪২৯ বঙ্গাব্দ

বাংলাতে পিএইচপি এর টিউটোরিয়াল

মেহেদী আকরাম | December 8, 2009, 5:03 PM

পিএইচপি শিখতে আগ্রহীদের জন্য সুখবর হচ্ছে এখন বাংলাতেই পিএইচপির টিউটোরিয়াল পাওয়া যাবে। বাজারে পিএইচপি এর উপরে বাংলা কোন বই নেই বললেই চলে। ইংরেজী বই বা ইবুক থেকেও অনেকে ভালো শিখতে পারে না। এসব কথা মাথায় রেখে বাংলাদেশের পিএইচপির অন্যতম নক্ষত্র হাসিন হায়দার সমপ্রতি বাংলাতে পিএইচপি শেখাবার উদ্দেশ্যে নতুন একটি ওয়েব সাইট খুলেছে। এই ওয়েব সাইটে তিনি নিজে সহ আরো কয়েকজন পিএইচপি গুরু ধারাবাহিকভাবে টিউটোরিয়াল লিখছেন। একেবারে প্রাথমিক ধাপ থেকেই পিএইচপি এর এই টিউটোরিয়াল শুরু হয়েছে। পিএইচপি বা লিখিত টিউটোরিয়াল সম্পর্কে যেকেউ মন্তব্য করতে পারবেন বা কোন জিজ্ঞাসা থাকলে ব্যবহারকারীরা লেখককে তা জানাতে পারবেন এবং সাহায্য নিতে পারবেন। এছাড়াও সাইটটিতে পিএইচপি সংক্রান্ত বিভিন্ন হালনাগাদ সংবাদতো থাকছেই। সাইটির ঠিকানা www.phpbook.ofhas.in

৬টি মন্তব্য

  1. বস আমার ড্রিম ওয়ভোর, এইচ টি এম এল টিওটিরিয়াল প্রয়োজন থাকলে দয়াকরে আমাকে দিবনে

মন্তব্য করুন