বিনামূল্যে বিভিন্ন সাইট থেকে এসএমএস করা যায় আবার পরবর্তীতে এই সুবিধা সীমিত বা বন্ধও হয়ে যায়। সমপ্রতি এরকমই ফ্রি এসএমএস এর একটি ওয়েবসাইট চালু হয়েছে। এই সাইট থেকে বিনামূল্যে রেজিস্ট্রেশনের ঝামেলা ছাড়ায় যত খুশি এসএমএস করা যাবে। এজন্য www.kuripotxt.net সাইটে গিয়ে মোবাইল নম্বর বক্সে দেশের কোডসহ (যেমন, ৮৮০১৭১৩******) মোবাইল নম্বর লিখে নিজের ম্যাসেজ বক্সে ১৬০ ক্যারেক্টারের ম্যাসেজ লিখে Send বাটনে ক্লিক করলেই হবে। প্রাপকের মোবাইলে প্রেরক হিসাবে +৪৪৭৭৯৭৮০৬০২১ নম্বর দেখাবে। বাংলাদেশে গ্রামীনফোন, ওয়ারিদ এবং একটেল অপারেটর সমর্থন করে। বর্তমানে আনলিমিটেড এসএমএস করা যাবে। পরে কি হয় কে জানে।
প্রথমিট কাজ করল। কিন্তু দ্বিতীয়টি পাঠাতে গেলে আর কাজ করল না।
আমারতো কাজ করছে। তবে গ্রামীনফোন, ওয়ারিদ এবং একটেল ছাড়া যাচ্ছে না।
ভু ………য়া
কুয়েত থেকে পাঠানো জায়না 🙁
বাংলাদেশেরতো সব অপারেটর সাপোর্ট করে না। আপনি যদি টেলিটক বা সিটিসেলে না পাঠাতে পেরে বলেন ভুয়া তাহলে কেমন হয়!
অন্য অপারেটরে চেষ্টা করুন।
সিংগাপুর থেকেও পাঠানো যায় না
কাজ করল না ভাই
আমারতো কাজ করে। এখনই টেস্ট কররাম আমার মোবাইলে।
আমার ভাল লাগে এসএম এস করতে।
সোহেল।
আমাকে এস এম এস করুন ০১৮১৮৭৭৯৬৫১ নম্বর এ।
সোহেল
আমার তো কাজ করছে অনেক গুলা দিলাম সবই তো গেল.. সমস্য হলো না তো
একটা কথা…………
যদি সেন্ট বাটনে বামে সবুজ টিক চিহ্ন আসে তাহলে মনে করবেন এসএমএস গেছে।
আর যদি লাল বাটন আসে তাহলে ফেল……………..
ধন্যবাদ ভাই কাজ হয়েছে।
মেহেদী ভাই কাজ হইছে। ধন্যবাদ
মেহেদী আকরাম ভাই, প্রথম আলো ব্লগে শেয়ার করতে চাই। আপনার অনুমতি প্রার্থনা করছি।
বুঝলাম না।
আমার লেখা শেয়ার করলে নিচে সূত্র হিসাবে নাম এবং লেখার লিংকটি দিতে হবে।
অবশ্যই আপনার নাম ও লিংক দিব।
মেহেদী আকরাম ভাই, সূত্র হিসাবে আপনার নাম ও লিংক লিখে প্রথম আলো ব্লগে পোষ্ট করলাম সবার জন্য।
মেহেদী ভাই সালাম নিবেন। আমিও অন্য সবার মত আপনাকে হচ্ছে না বলে মন্তব্য করতাম। কিন্তু যখন মোবাইল নম্বরের আগে + দিলাম তখন দেখছি যাচ্ছে। ধন্যবাদ এই পোষ্টটি দেওয়ার জন্য। আমিও আমার blog এ এই পোষ্টটি করেছি। এবং আপনার লিংক দিয়ে দিছি। http://infocomputer-bd.blogspot.com/2009/12/sms-kuripotxt.html
ধন্যবাদ।
মেহেদী ভাই, SMS হল কিন্তু বাংলাদেশ 2 বাংলাদেশ Free Call করার কোন সাইট কি আছে ?
আশা করি জানাবেন । ভাল থাকবেন মেহেদী ভাই ।
পেলে জানাবো।
বর্তমানে আর কাজ করে না 🙂
ধুর !!!