অনলাইনে ছবি কাটা ছেড়া করা
অনলাইনে ছবি সম্পাদন করার অনেক সাইট আছে। ‘কাট মাই পিক’ সাইটে তেমনই একটি সাইট যেখানে ছবি কাটা বা কর্ণার করা বা ছায়া যুক্ত করা যাবে। আর সেই সাথে সম্পাদন করা ছবি ডাউনলোড বা মেইল করা যাবে।
স্টেপ ১) এজন্য www.cutmypic.com সাইটে গিয়ে ছবি ব্রাউজ করে GO বাটনে ক্লিক করুন।
স্টেপ ২) এবার ছবির কতটুক রাখতে চান তা নির্বাচন করুন বাম পাশের Original Pic থেকে। মাঝের কর্ণার এবং ড্রপ সেডো নির্বাচন করে ডানে Preview বাটনে ক্লিক করে প্রিডিউ দেখুন। কাজ শেষ হলে Done! বাটনে ক্লিক করুন।
স্টেপ ৩) ছবিটি কাউকে মেইল করতে ফরম পূরণ করে Send! বাটনে ক্লিক করুন আর কম্পিউটারে সেভ করতে ডানের Save Your Pic! বাটনে ক্লিক করে সেভ করুন।
ভালো লাগল। কয়েকটা ছবি কাটছাট করলাম। সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।