অবমুক্ত হলো ইয়াহু! ম্যাসেঞ্জার ১০

জনপ্রিয় ইনস্ট্যান্ট ম্যাসেঞ্জার ইয়াহু! ম্যাসেঞ্জার এর নতুন সংস্করণ ১০ এর পরীক্ষামূলক সংস্করণ বের হয়েছিলে বেশ কিছুদিন আগে, অবশেষে তাদের অফিসিয়াল সাইটে ফাইনাল সংস্করণ অবমুক্ত হয়েছে। ম্যাসেঞ্জারটি উইন্ডোজের পাশাপাশি ম্যাক, মোবাইল এবং আইফোনে ব্যবহার করা যাবে। নতুন এই ম্যাসেঞ্জারে যুক্ত হয়েছে হাই কোয়ালিটি ভিডিও কলিং, ওয়াই আপডেট (কন্ট্রাক্ট লিষ্টে থাকা ব্যাক্তির হালনাগাত তথ্য ইত্যাদি। নিজের আপডেট বন্ধ করতে বা অন্যের আপডেট বন্ধ করতে পারবেন Messenger > Preferences > Yahoo! Updates গিয়ে।
নতুন এই ম্যাসেঞ্জারটির বিস্তারিত পাওয়া যাবে www.ymessengerblog.com/blog এখানে এবং http://messenger.yahoo.com থেকে ডাউনলোড করা যাবে আর অফলাইন সংস্করণ পাওয়া যাবে http://download.yimg.com/ycs/msg/dl/msgr10/us/ymsgr1000_1102_us.exe এই লিংকে।

২ Comments on "অবমুক্ত হলো ইয়াহু! ম্যাসেঞ্জার ১০"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস