ওয়েব পেজের স্ক্রিনশট নেবার বিভিন্ন সফটওয়্যার আছে। আর মজিলা ফায়ারফক্সের জন্য আছে বিভিন্ন এ্যাড-অন্স। এমনই এক স্ক্রিনশট নেবার এ্যাড-অন্স হচ্ছে শুটার। এই এ্যাড-অন্স দ্বারা ওয়েব পেজের সম্পূর্ণ অংশ বা আংশিক অংশের স্ক্রিনশট নেওয়া যাবে। আর তা PNG এবং JPEG ফরম্যাটে বিভিন্ন মানে সেভ করা যাবে। এজন্য এ্যাড-অন্সটি ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন। এখন যে ওয়েব পেজটির স্ক্রিনশট নিতে চান তাতে মাউসের ডান বাটন ক্লিক করে Shoot this page এ ক্লিক করুন অথবা স্ট্যাটারবারের ডানের শুটার আইকনে ক্লিক করুন, তাহলে নতুন উইন্ডোতে ওয়েব পেজটি নির্বাচিত অবস্থায় থাকবে। সম্পূর্ণ পেজ সেভ করতে চাইলে ইমেজ ফরম্যাট পছন্দ করে Save বাটনে ক্লিক করে সেভ করুন। আর ওয়েব পেজের নির্দিষ্ট অংশ সেভ করতে চাইলে মাউস দ্বারা পছন্দের অংশটুক নির্বাচন করে সেভ করুন। এ্যাড-অন্সটির ঠিকানা https://addons.mozilla.org/en-US/firefox/addon/13485।
মেহেদী ধন্যবাদ। সুন্দর টিপস। আজই আমার এটা প্রয়োজন হয়েছিল। আজই এটা পেয়ে গেলাম।
ধন্যবাদ মেহেদী ভাই, কাজ হয়েছে ।
মেহেদী সাহেব, আপনাকে ধন্যবাদ। আমি আনেক দিন যাবত এ রকম একটি মজিলর এ ড-অন খুঁজতেছিলাম।
দারুন দাদা। আপনি সত্যিই মহান। ভালো থাকবেন।