সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৪ঠা জুন, ২০২৩ ইং | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

কীবোর্ডের সাহায্যে মনিটর বন্ধ করা

মেহেদী আকরাম | September 18, 2009, 10:57 AM

পাওয়ার অপশনের ডিফল্ট সেটিংসে শক্তি সঞ্চয়ের জন্য নির্দিষ্ট সময় পরে মনিটর বন্ধ হবার ব্যবস্থা আছে। অনেকেই এই অপশনটি বন্ধ করে রাখে। কিন্তু প্রয়োজনে যদি কীবোর্ডের শর্টকাট ব্যবহার করে মনিটর বন্ধ করা যেত তাহলে কেমন হতো! মনিটর অফ ইউটিলিটি সফটওয়্যার দ্বারা এই সুবিধা পাওয়ার যাবে। মাত্র ৩৬৬ কিলোবাইটের ফিওয়্যার এই সফটওয়্যারটি ইনস্টল করার পরে বহনযোগ্য হিসাবে ব্যবহার করা যাবে। তবে ইনস্টল করতে মাইক্রোসফট ডট নেট ফ্রেমওয়ার্ক ২.০ বা পরের সংস্করণ প্রয়োজন হবে। সফটওয়্যাটি উইন্ডোজ এক্সপি/ভিসতা/৭ এ চলবে। সফটওয়্যারটি www.dekisoft.com/mou.php থেকে ডাউনলোড করা যাবে।

২টি মন্তব্য

মন্তব্য করুন