সহজে কপি ও মুভ করা
আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা কপি/মুভ পেষ্ট করতে পারি, একথা নতুন করে বলবার প্রয়োজন পড়ে না। তবে কোন ফাইল বা ফোল্ডাররের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে যদি কপি বা মুভ পাওয়া যেত তাহলে আরো সহজে তথ্য কপি/মুভ করা যেত। এজন্য নিচের সংকেত নোটপ্যাডে লিখে CopytoMoveto.reg নামে সেভ করুন এবং চালু করুন। এবার যেকোন ফাইল বা ফোল্ডারের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে দেখুন Copyto এবং Moveto এসেছে যার খুব সহজে উক্ত সিলেক্ট করা ফাইল বা ফোল্ডার কপি বা মুভ করতে পারবেন।
Windows Registry Editor Version 5.00
[HKEY_CLASSES_ROOT\AllFilesystemObjects\shellex\ContextMenuHandlers]
[HKEY_CLASSES_ROOT\AllFilesystemObjects\shellex\ContextMenuHandlers\Copy To]
@=”{C2FBB630-2971-11D1-A18C-00C04FD75D13}”
[HKEY_CLASSES_ROOT\AllFilesystemObjects\shellex\ContextMenuHandlers\Move To]
@=”{C2FBB631-2971-11D1-A18C-00C04FD75D13}”আর Copyto এবং Moveto মুছে ফেলতে চাইলে নিচের সংকেত নোটপ্যাডে লিখে RemoveCopytoMoveto.reg নামে সেভ করুন এবং চালু করুন।
Windows Registry Editor Version 5.00
[HKEY_CLASSES_ROOT\AllFilesystemObjects\shellex\ContextMenuHandlers]
[-HKEY_CLASSES_ROOT\AllFilesystemObjects\shellex\ContextMenuHandlers\Copy To]
@=”{C2FBB630-2971-11D1-A18C-00C04FD75D13}”
[-HKEY_CLASSES_ROOT\AllFilesystemObjects\shellex\ContextMenuHandlers\Move To]
@=”{C2FBB631-2971-11D1-A18C-00C04FD75D13}”