সহজে ইথারনেট ক্যাবলিং করা

ইন্টারনেটের সংযোগ বা যেকোন নেটওয়্যাকিং করার জন্য আরজে-৪৫ ক্যাবলিং করতে অনেকেরই ঝামেলা পোহাতে হয়। কালার কোডের (তারের বং) মাধ্যমে খুব সহজে আপনি ষ্ট্রেট এবং ক্রস ক্যাবলিংক করতে পারেন। দুই ভাবে ষ্ট্রেট ক্যাবলিং করা যায়। নিচের ছবিটির প্রথম দুটি ষ্ট্রেট ক্যাবলিং এবং তৃতীয়টা ক্রস ক্যাবলিং করা হয়েছে। আপনি ষ্ট্রেট ক্যাবলিং করতে পারলে সহজে ক্রস ক্যাবলিং করতে পারবেন।ethernet-cabling.jpg

১ Comments on "সহজে ইথারনেট ক্যাবলিং করা"

  1. As Salamu Alikum,
    Many many thanks to you. At this moment I have no RJ 45 cable jack or plug. So at this moment I can’t connect the Lan connection. I collect and try it. What I will do after connect the cable connection? Need any programmong ?
    Thanks.

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস