সমস্যা যখন জেনেরিক হোষ্ট প্রোসেস

জেনেরিক হোষ্ট প্রোসেস ফর উইন৩২ সার্ভিস হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজের একটি বাগ। অনেকেই এই এরর ম্যাসেজ নিয়ে সমস্যায় পরেন। এই এরর ম্যাসেজ আসলে কিছু কিছু চলতি প্রোগ্রাম বন্ধ হয়ে যায়। বিশেষ করে যারা ইউএসবি মডেম ব্যবহার করেন। এই ম্যাসেজ আসলে তাৎক্ষতাৎ ইন্টারনেটের সংযোগটি বিছিন্ন হয়ে যায়। অনেক সময় এই এরর ম্যাসেজ না আসলেও ইন্টারনেটের সংযোগ বিছিন্ন হয়। এ থেকে মুক্তি পেতে মাইক্রোসফটের সিকিউরিটি KB921883 ইনষ্টল করতে হবে। এক্সপির জন্য ৬৮৬ কিলোবাইটের প্যাচ ফাইলটি মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে WindowsXP-KB921883-x86-ENU (সার্চ করে) অথবা এখান থেকে ডাউনলোড করুন। এবার প্যাচ ফাইলটি ইনষ্টল করে কম্পিউটার রিস্টার্ট করুন। ব্যাস এখন থেকে আর ম্যাসেজ আসবে না বা অনান্য সমস্যাগুলো হবে না।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস