সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৬শে মার্চ, ২০২৩ ইং | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

অনলাইনে ইমেজকে টেক্সটে রূপান্তর করা

মেহেদী আকরাম | September 30, 2009, 12:36 AM

বই থেকে বা অন্য কোন উৎস থেকে স্ক্যান করা ইমেজ বা স্কিনশট ইমেজ ফাইলকে সম্পাদন উপযোগী টেক্সট ফাইলে রূপান্তর করা যায় OCR (Optical Character Recognition) সফটওয়্যার দ্বারা। কিন্তু সফটওয়্যার ছাড়াও গুগল ডক্সের মাধ্যমে অনলাইনে এধরনের ইমেইজ ফাইলকে সম্পাদন উপযোগী টেক্সট ফাইলে রূপান্তর করে গুগল ডক্সে ব্যবহার করা যায়। এজন্য http://googlecodesamples.com/docs/php/ocr.php সাইটে গিয়ে সাইন ইন করে Grant access বাটনে ক্লিক করুন। এবার Browse বাটনে ক্লিক করে ফাইলটি নির্বাচন করে Start OCR import বাটনে ক্লিক করুন, তাহলে কিছুক্ষণের মধ্যে এটি গুগল ডক্সে সম্পাদন উপযোগী হয়ে আসবে। এখান থেকে অনলাইনে সেভ করা বা হার্ডডিক্সে সেভ করা যাবে বিভিন্ন ফরম্যাটে। ইমেজ ফাইল হিসাবে সর্বোচ্চ ১০ মেগাবাইটের এবং ২৫ মেগাপিক্সেলের .jpg, .png, বা .gif ফরম্যাটের ফাইল ব্যবহার করা যাবে। তবে কম রেজুলেশনের ফাইল আপলোড করলে টেক্সটে রূপান্তর নাও হতে পারে, সেক্ষেত্রে প্রয়োজনে ইমেজ ফাইলটির রেজুলেশন বাড়িয়ে নেওয়া উত্তম।

মন্তব্য করুন