বাড়িয়ে নিন ফায়ারফক্সের গতি
জনপ্রিয় ওপেনসোর্স ওয়েব ব্রাউজার ফায়ারফক্সের গতি বাড়াতে আমরা সাধারণত about:config থেকে ম্যানুয়ালী টুয়িক করে থাকি। কিন্তু একটি সফটওয়্যার দ্বারা যদি সহজেই কম্পিউটারের এবং ফায়ারফক্সে গতি বাড়াতে টুয়িক এবং অপটিমাইজ করা যায় তাহলে কেমন হয়। ফায়ারটিউন নামের ৬২২ (৭২৯) কিলোবাইটের ফ্রিওয়্যার, পোর্টেবল সফটওয়্যারটি দ্বারা সহজেই এই কাজটি করা যায়। এজন্য www.totalidea.com থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এবার ফায়ারফক্স বন্ধ করে সফটওয়্যারটি চালু করুন। পোর্টেবল ফায়ারফক্স হলে Settings থেকে Portable Firefox নির্বাচন করুন। এবার Performance Optimization ট্যাব থেকে কম্পিউটার এবং ইন্টারনেট স্পিড নির্বাচন করুন। এবার Other Optimization এবং Other Useful Settings ট্যাবে দরকার মত পরিবর্তন এনে Tune It! বাটনে ক্লিক করুন। এবার ফায়ারফক্স চালু করে দেখুন গতি আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে কি না।
dear mahedi bai ,ramdaan kareem,take salam hope that u good,please inform me ,in ,totalidea web,i cant find out the proper download link for increase Firefox speed,
waiting 4 ur reply,thanks
কিছু কারনে উক্ত সাইটে ফায়ারটিউন নেই। http://www.totalidea.com/firetune-removed.php
এখান থেকে নামাতে পারেন।
http://firetune-for-firefox.en.softonic.com/
http://download.cnet.com/FireTune-for-Firefox/3000-11745_4-10638013.html?tag=lst-0-1