সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ১৯শে মার্চ, ২০২৩ ইং | ৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ফ্রি এন্টিভাইরাস

মেহেদী আকরাম | August 1, 2009, 4:18 PM

ইদানিং কম্পিউটার ব্যবহারকারীরা ভাইরাসে আক্রান্ত হচ্ছে একটু বেশী। মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম অবমুক্ত হবার পরে পুরাতন অপারেটিং সিস্টেমে একটু যেন বেশীই ভাইরাসে আক্রান্ত হয়। ভাইরাস থেকে মুক্ত হবার জন্য অনেকে ট্রাইল সংস্করণের ব্যবহার করে থাকেন। তবে কিছু এন্টিভাইরাসের ফ্রি সংস্করণও ইন্টারনেটে পাওয়া যায়। এসব ফ্রি এন্টিভাইরাসগুলোর মধ্যে সেরা দশটি এন্টিভাইরাসের বিস্তারিত তথ্য এবং লিংক পাবেন http://freeandfreeware.blogspot.com/2009/08/free-antivirus.html এই সাইটে। এখান থেকে পছন্দমত বেছে ডাউনলোড করে নিন আপনার কম্পিউটারের উপযোগী এন্টিভাইরাসটি।

৪টি মন্তব্য

  1. মেহেদী ভাই সালাম নিবেন, আমি আমার কমপিউটারের গুরুত্বপূর্ণ ফাইল,ফোল্ডার,সফটওয়্যার গুলো Net এ রাখতে চাই। সমাধান আছে কি?

  2. সমকাল দর্পনের আমি একজন নতুন সদস্য। আমি কম্পিউটার সম্পর্কে খুন কম বুঝি। কিন্তু সমকাল দর্পনের সদস্য হওয়ার পর থেকে যে কোন সমস্যার সমাধান পাচ্ছি। যার আমি এখন সকল সমস্যা থেকে মুক্ত।

মন্তব্য করুন