সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ১৯শে মার্চ, ২০২৩ ইং | ৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

পরিবর্তন করুন হার্ডড্রাইভের সিরিয়াল নম্বর

মেহেদী আকরাম | July 21, 2009, 9:59 AM

উইন্ডোজ ইনস্টল দেবার সময় হার্ডডিক্সের ড্রাইভগুলোর সিরিয়াল নম্বর স্থাপিত হয়। ব্যবহারকারী চাইলে উক্ত সিরিয়াল নম্বর দেখতে বা পরিবর্তন করতে পারেন বিভিন্নভাবে। তবে ‘হার্ডড্রিক্স সিরিয়াল নম্বর চেঞ্জার’ সফটওয়্যার দ্বারা সহজেই ড্রাইভের সিরিয়াল দেখা এবং পরিবর্তন করা যায়। মাত্র ৬৩৬ কিলোবাইটের ফ্রিওয়্যার, পোর্টেবল এই সফটওয়্যারটি www.xboxharddrive.com/freeware.html থেকে ডাউনলোড করতে পারবেন। সফটওয়্যারটি চালু করে ড্রাপডাউন থেকে বিভিন্ন ড্রাইভ নির্বাচন করলে সিরিয়াল নম্বর দেখা যাবে। আর সিরিযাল নম্বর পরিবর্তন করে উইন্ডোজ রিস্টার্ট দিলে তা কর্যকর হবে।

২টি মন্তব্য

  1. ভাইয়া
    আমাকে বলবেন কি বর্তমানে ইন্টারনেট, একটি গ্রাফিকস সফটওয়্যার, অফিস প্রোগ্রাম চালাতে গেলে কত RAM ব্যবহার করতে হবে।

মন্তব্য করুন