ফায়ারফক্সে ত্রিমাত্রিক ট্যাব

জনপ্রিয় ওপেন সোর্স ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্সের ট্যাবগুলোকে একসাথে আরো আকর্ষণীয়ভাবে ত্রিমাত্রিক রূপে দেখার ব্যবস্থা করেছে ফক্সট্যাব এ্যাড-অন্স। এজন্য এ্যাড-অন্সটি https://addons.mozilla.org/en-US/firefox/addon/foxtab/ থেকে ইনস্টল করতে হবে। এ্যাড-অন্সটি ইনস্টলের পরে ফায়ারফক্স রিস্টার্ট করে দেখুন হোম বাটনের পরে একটি ফক্সট্যাবের বাটন এসেছে। এবার উক্ত বাটেন ক্লিক করলে চলতি সকল ট্যাবগুলো ত্রিমাত্রিক রূপে দেখা যাবে। এছাড়াও সাম্প্রতিক বন্ধ করা ট্যাব এবং টপ সাইটগুলো দেখার আলাদা ট্যাব রয়েছে। আর ত্রিমাত্রিকভাবে দেখার ভিউ, স্টাইল, সংখ্যা পরিবর্তন করার ব্যবস্থাও আছে।

২ Comments on "ফায়ারফক্সে ত্রিমাত্রিক ট্যাব"

  1. আপনাকে অনেক ধন্যবাদ। আমি অনেক দিন থেকে এটাই খুজছিলাম। ভাল থাকবেন এবং আমাদেরকে আরও নানান বিষয়ে জানান দিয়ে সাহায্য করবেন। ধন্যবাদ।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস