সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৭ই জুন, ২০২৩ ইং | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ফায়ারফক্স ৩.৫ এ প্রাইভেট ব্রাউজিং

মেহেদী আকরাম | July 7, 2009, 12:20 AM

ওয়েব ব্রাউজারে ব্রাউজ করলে ব্রাউজ করা সাইটের হিস্টোরি, কুকিজ, ডাউনলোড হিস্টোরি, বুকমার্ক ইত্যাদি থেকে যায়। ব্রাউজ করা এসব তথ্য রাখা যদি নিরাপদ না হয় সেক্ষেত্রে ব্রাউজের পরে সবকিছু মুছে ফেলতে হয়। ফায়ারফক্স ৩.৫ এ Private Browsing নামে নতুন একটি সুবিধা দিয়েছে ফলে এর মাধ্যমে ব্রাউজ করলে আপনার ব্রাউজ করা কোন তথ্য কম্পিউটারে সেভ থাকবে না। প্রাইভেট ব্রাউজিং এর জন্য টুলস মেনু থেকে Start Private Browsing এ ক্লিক করুন (সতর্ককরণ ম্যাসেজ আসবে) আর বন্ধ করতে চাইলে টুলস মেনু থেকে Stop Private Browsing এ ক্লিক করুন। চাইলে শটকাট CTRL+SHIFT+P ব্যবহার করে প্রাইভেট ব্রাউজিং শুরু এবং শেষ করতে পারবেন। প্রাইভেট ব্রাউজিং শুরু করলে স্বাভাবিকভাবে ব্রাউজ করতে থাকা চলতি ট্যাবগুলো চলতি অবস্থায় থাকবে এবং প্রাইভেট ব্রাউজিং বন্ধ করলে সেগুলো পাওয়া যাবে।
ফায়ারফক্স ডাউনলোড লিংক: www.Firefox.com

১টি মন্তব্য

মন্তব্য করুন