ফায়ারফক্সের সম্প্রতি বন্ধ করা ট্যাবের সংখ্যা বৃদ্ধি করা
জনপ্রিয় ওপেন সোর্স ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্সে ট্যাব বন্ধ করলে তা হিস্টোরি মেনু থেকে Recently Closed Tabs এ ক্লিক করলে পাওয়া যায়। এখানে সর্বশেষ ১০টি বন্ধ করা ট্যাব থাকে। চাইলে সর্বশেষ বন্ধ করা ট্যাবের সংখ্যা বৃদ্ধি করা যায় নিজের ইচ্ছামত। এজন্য নতুন একটি ট্যাব নিয়ে এড্রেসবারে about:config লিখে এন্টার করে I’ll be careful, I promise! বাটনে ক্লিক করতে হবে। এবার Filter এ browser.sessionstore.max_tabs_undo লিখে Preference Name এ পাওয়া browser.sessionstore.max_tabs_undo এ দুইবার ক্লিক করে মান ৩০ লিখুন। এখন থেকে সর্বশেষ বন্ধ করা ৩০টি ট্যাব পাওয়া যাবে History>Recently Closed Tabs এ ক্লিক করলে।
এ রকম দরকারী বিষয়ে টিপস দেয়ার জন্য ধন্যবাদ ।