ড্রাইভের আইকন করুন ভিসতা মত

উইন্ডোজ ভিসতাতে ড্রাইভের আইকন এক্সপি বা ২০০০ থেকে একটু ভিন্ন। এই আইকনের সাথে থাকা স্টেটাস বারের সাহায্যে বোঝা যায় ড্রাইভের কতটুক ব্যবহৃত হয়েছে এবং কতটুক বাকি আছে। ব্যবহৃত খালি যায়গার উপরে ভিত্তি করে স্টেটাস বারের রঙ পরিবর্তন হয়। আপনি চাইলে উম্মুক্ত ছোট একটি সফটওয়্যারের সাহায্যে উইন্ডোজ এক্সপি বা ২০০০ এ ড্রাইভের আইকন ভিসতার মত করে নিতে পারেন। এজন্য http://drvicon.sourceforge.net সাইট থেকে VistaDriveIcon 1.3 সফটওয়্যারটি করে ইনষ্টল করে নিন। এবার দেখুন ড্রাইভের আকইন ভিসতার মত হয়ে গেছে। আপনি চাইলে সফটওয়্যারটি আনইনষ্টল করে পূর্বের অবস্থায় ফিরে যেতে পারেন।

১ Comments on "ড্রাইভের আইকন করুন ভিসতা মত"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস