সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৩১শে মার্চ, ২০২৩ ইং | ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সিডি বা ডিভিডি কনটেক্সট মেনুতে ইনসার্ট যোগ করা

admin | November 23, 2007, 11:36 PM

সিডি বা ডিভিডি ড্রাইভের উপরের ডান বাটনে ক্লিক করে যে কনটেক্সট মেনু আসে সেখানে Eject এ ক্লিক করলে সিডি বা ডিভিডি ড্রাইভ খোলে। কিন্তু একইভাবে (ডিক্স) ইনসার্ট করার ব্যবস্থা নেই। রেজিষ্ট্রি এডিট করে এবং একটি লাইব্রেরী ফাইলের সাহায্যে আপনি এই কনটেক্সট মেনুতে ইনসার্ট যোগ করতে পারেন। এজন্য এখান থেকে cdeject.zip ফাইলটি ডাউনলোড করে আনজিপ করুন। এবার cdeject.dll ফাইলটি সিস্টেম ফোল্ডারে রাখুন এবং cdinsert.reg ফাইলটি চালু করুন। এবার সিডি বা ডিভিডি ড্রাইভের উপরের ডান বাটনে ক্লিক করে দেখুন Insert এসেছে। এবার Eject করার পরে Insert ক্লিক করে দেখুন ড্রাইভ ডিক্স বন্ধ হচ্ছে।

২টি মন্তব্য

মন্তব্য করুন