সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৬শে মার্চ, ২০২৩ ইং | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ইয়াহু’র কন্টাক্ট জিমেইলে নেওয়া

admin | November 22, 2007, 11:42 PM

নতুন ইমেইল ঠিকানা ব্যবহার করলে প্রথমে মুল সমস্যা হচ্ছে পূর্বে ব্যবহৃত ঠিকানা ব্যবহার করা। সেক্ষেত্রে এক এক করে ইমেইল ঠিকানা কপি করা বেশ কষ্টকর এবং সময় সাপেক্ষ ব্যাপার। তবে সহজেই এক্সপোর্ট ইমপোর্টের মাধ্যমে ইয়াহুর ঠিকানা জিমেইলে নেওয়া যায়। এজন্য প্রথমে ইয়াহু মেইল খুলে উপরের ডান দিকের Options এ ক্লিক করুন। এবার বাম দিকে প্যানেলের Address Book এ ক্লিক করে Management ট্যাবে ক্লিক করুন। এখন Import/Export ক্লিক করে এক্সপোর্ট অংশের Yahoo! CSV এর Export now বাটনে ক্লিক করুন এবং ডেক্সটপে সেভ করুন।
এবার জিমেইল খুলে বাম দিকে প্যানেলের Contacts এ ক্লিক করে ডান দিকের উপরে Import এ ক্লিক করুন। এবার ব্রাউজ বাটনে ক্লিক করে CSV ফাইলটি ডেক্সটপ থেকে দেখিয়ে Import Contacs বাটনে ক্লিক করুন। কন্টাক্টগুলো ইমপোর্ট হলে একটি মেসেজে তা দেখিয়ে দেবে।

২টি মন্তব্য

মন্তব্য করুন