এবার জ্যাকেটে যুক্ত হলো জিপিএস ট্রাকার
জিপিএস (গ্লোবাল পজিসনিং সিস্টেম) ডিভাইসের সংগে আমরা কম বেশী অনেকেই পরিচিত। জিপিএস দ্বারা কোন যায়গার অবস্থান, দিক বা সুমদ্রপৃষ্ঠ থেকে কত উচ্চতা তা বেড় করা যায়। কিন্তু জিপিএস দ্বারা জিপিএস ট্রাকিং যুক্ত কোন বস্তুর বর্তমান অবস্থান (অক্ষাংশ, দ্রাঘিমাংশ), দিক এবং সুমদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা বেড় করা সম্ভব। সমপ্রতি যু্ক্তরাজ্যে বাচ্চারা হারিয়ে গেলে এই জিপিএস ট্রাকিং যুক্ত জ্যাকেটের সাহায্যে তার অবস্থান নির্ণয় করার প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে। ব্রিটিশ ক্লথিং কোম্পানী ব্লাডাররানার জিপিএস ট্রাকিং ডিভাইস যুক্ত জ্যাকেট বাজারে ছেড়েছে। এই জ্যাকেট পরিহিত অবস্থায় আপনি পৃথিবীর যেখানেই থাকুক না কেন জিপিএস এর মাধ্যমে আপনার অবস্থান নির্ণয় করা যাবে। এতে রয়েছে রিচার্জেবল ব্যাটারী যা ১৮ ঘন্টা চলবে। বাচ্চাদের সাইজের জ্যাকেটের মূল্য ৫০০ ডলার এবং বড়দের সাইজের জ্যাকেটের মূল্য ৭০০ ডলার। এছাড়াও মাসিক ২০ ডলার দিতে হবে ট্রাকিং প্রযুক্তির জন্য।